ঢাকা রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রক্তের সন্ধানে ব্রাহ্মণবাড়িয়া সংগঠনে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

আদিত্য কামাল
এপ্রিল ২১, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রক্তের সন্ধানে ব্রাহ্মণবাড়িয়া সংগঠনে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার রসুলপুর পার্কে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
রক্তের সন্ধানে ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের এডমিন কাজী শাহিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট নারী সংগঠক কোহিনূর আক্তার প্রিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমরাই আগামীর চোখ সংগঠনের প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন সরকার, সেবা ঐক্য ফোরাম সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন, গোকর্ণ ঘাট ব্লাড সংগঠনের মাহফুজুর রহমান পুষ্প, মানবতা সংগঠনের সমন্বয়ক ফারাবী রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সেবা ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, রক্তদানের অপেক্ষায় ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের প্রতিষ্ঠাতা মো. হাসান, মো. মুছা,
উপস্থাপনায় ছিলেন, রক্তের সন্ধানে ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের এডমিন নাহিদ আহমেদ রিমন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন, আমরাই আগামীর চোখ সংগঠনের সাধারণ সম্পাদক মো. রিদুযান।
উল্যেখ, অনুষ্ঠানে সামাজিক ও মানবিক ১০ টি সংগঠনকে সম্মাননা স্মারক দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।