ঢাকা সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে সাংবাদিক আনোয়ার হোসেন মানিক কে প্রাণনাশের হুমকি! থানায় জিডি।

বিশেষ প্রতিনিধি :
জুলাই ৯, ২০২৩ ৮:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার বিশেষ প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম রিপোর্ট এর প্রধান প্রতিবেদক(ক্রাইম) আনোয়ার হোসেন মানিক কে প্রাণনাশের হুমকি দিয়েছে ভূমিদস্যু চক্র।

সুত্রে জানাযায় পবিত্র ঈদুল আজহার দিন বেলা ১১টায় আনোয়ার হোসেন মানিক তার শশুরালয় বাড্ডা পাটওয়ারী বাড়ির অবঃ প্রাপ্ত পুলিশ সদস্য মরহুম মাহবুব আলম পাটওয়ারীর বাসা থেকে বেরিয়ে ঈদগাঁ ময়দানে রওনা হলে তার শশুরালয়ের সামনেই খোরশেদ আলম পাটওয়ারী,শরিফুল আলম পাটওয়ারী ও নুরে আলম পাটওয়ারী এই তিন ভাই তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র চাপাতি নিয়ে কোপানোর চেষ্টা করে, এক পর্যায়ে খোরশেদ আলম পাটওয়ারী চাপাতি দিয়ে কোপ দিলে আনোয়ার হোসেন মানিক কোপটি প্রতিহত করে নিজের জীবন বাঁচাতে দ্রুত দৌঁড়ে ঘটনাস্থলে ত্যাগ করে স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কে অবহিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে হাজীগঞ্জ থানায় এসে এঘটনাকে কেন্দ্র করে একটি সাধারণ ডায়েরি করেন।

থানায় সাধারণ ডায়েরি সূত্রে আরো জানাযায় উল্লেখিত তিন ভূমিদস্যু তাদের বড় ভাই মাহবুব আলম পাটওয়ারীর সম্পত্তি আত্মসাৎ জন্য পূর্বেও মাহবুব আলমের পরিবারের উপর শারীরিক নির্যাতন চালায়, তাদের বিরুদ্ধে ইতিপূর্বেও হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন মাহবুব আলমের স্ত্রী হালিমা পারভীন, কিন্তু ঔ অভিযোগ দায়েরের পর এলাকার কতিপয় শালিশদার আবদুল হাই পাটওয়ারী বিষয়টি সমাধান করে দিবে বলে আশ্বাস দিয়ে ভুক্তভুগী হালিমা পারভীন কে দিয়ে তার অভিযোগটি প্রত্যাহার করে নেয়, কিন্তু আজ পর্যন্ত ঔ হামলার ঘটনার কোন বিচায় পায়নি অবঃপ্রাপ্ত পুলিশ সদস্য মরহুম মাহবুব আলমের পরিবার, শশুরের সম্পত্তি আত্মসাৎ এর জন্যই আমাকে হত্যার চেষ্টা করে তারা এমনকি তারা পুনরায় সেখানে দেখলে সরাসরি হত্যা করে লাশ গুমেরও হুমকি প্রদান করে বলে জানিয়েছেন আনোয়ার হোসেন মানিক,

তিনি আরো বলেন ঈদের দিন বেলা ১১টায় প্রচন্ড বৃষ্টির সময় আমি ছাতা নিয়ে কোরবানির মাঠে যাওয়ার জন্য আমার শশুরের বাসা থেকে বের হওয়ার সময়ে আমার শশুরের তিন ভাই তারা আমার উপর আক্রমণ করে, আমার উপর আক্রমণের সময় আমার শাশুড়ি, আমার স্ত্রী এবং আমার শ্যালক ঘটনাস্থলে সরাসরি প্রত্যক্ষ সাক্ষী ছিলেন,আমার শশুরের বাসা বাড়ি একপাশে হওয়ায় আমি ডাক-চিৎকার করলেও বৃষ্টির কারনে কেউ এগিয়ে আসেনি,আমি আত্মরক্ষা করে বাড়ি থেকে বেরিয়ে ঈদগাঁ ময়দানে এসে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করে হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

তিনি আরো বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি থানায় আইনের আশ্রয় চেয়েছি, আমি নিরাপত্তা হীনতায় ভুগছি, আমি আশা করি শীঘ্রই উক্ত ঘটনার তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনবে পুলিশ, এমনটাই দাবি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।