ঢাকা সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আতিকুল ইসলাম 

আদিত্য কামাল
এপ্রিল ১৭, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃনিয়ামুল নিয়ামুল আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর  আতিকুল ইসলাম সকালে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের অফিস পরিদর্শনে এসেই তিনি সাবেক ছাত্র ও কার্যকরী কমিটির সহ-সভাপতি স্থপতি অরুপ দত্ত’র কাছে খবর পেলেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের ছবি আকাঁ বিভাগের সাবেক ও বর্তমান ছাত্র ছাত্রী অবস্থান করছে নববর্ষের আলপনার কাজ করবে পুলিশ সুপারের বাসভবনে এখবর শুনে তিনি চলে আসলেন আঁকিয়েদের সাথে দেখা ও কথা বলার জন্য। ২০২৪ সালের ১৩ এপ্রিল বাংলা ১৪৩০ এর ৩০ চৈত্র মাসের শেষ দিনে তাকে অভ্যর্থনা জানান, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সাংবাদিক  নিয়াজ মোঃ খান বিটু। ভিসি প্রফেসর আতিকুল ইসলামের হাতে আমেরিকা প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান বিশিষ্ট লেখক বিজ্ঞানী সৈয়দ আশরাফ আহমেদের লেখা ২ টি বই ও ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান কবি মারুফুল ইসলামের ২ টি বই ও ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রথম আর্ট ক্যাম্পের ব্যাগ শুভেচ্ছা স্মারক হিসেবে  তুলে দেন যুগ্ম সম্পাদক চিত্রশিল্পী  দিপ্ত মোদক ও যুগ্ম সম্পাদক  চিত্রশিল্পী সাবরিনা জেবিন সেঁজুতি। পরে ভিসি এর সাথে আঁকিয়েদের ফটোসেশন। শিক্ষার্থী ও প্রশিক্ষকদের মূল্যবান সময় ও উৎসাহ প্রদান, নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন ও সর্বোপরি শিশুনাট্যমের সমৃদ্ধি কামনার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।