ঢাকা রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কিশোর অপরাধ দমন ও নিয়ন্ত্রণে পুলিশের ভিন্ন উদ্যোগ

আদিত্য কামাল
এপ্রিল ১৬, ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি : ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর অপরাধ দমন ও নিয়ন্ত্রণে অভিভাবকদের সচেতনতা তৈরি করতে অভিনব উদ্যোগ নিয়েছে সদর মডেল থানার পুলিশ।গতকাল ও আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া শহরে ইভটিজার ও কিশোর গ্যাং প্রতিহতকল্পে শহরের চারটি এবং শেখ হাসিনা সড়কে একটি চেকপোস্ট বসিয়ে শিশু কিশোরদের কর্তৃক হেমলেট বিহীন ও বেপরোয়া গতিতে প্রতিটি মোটরসাইকেলে ৩ জন করে মোটরসাইকেল চালনাকালে ২১ জন কিশোরদের থানায় নিয়ে আসা হয়। তাদেরকে এভাবে মোটর সাইকেল চালানোর কুফল সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। পরে প্রত্যেকের অভিভাবক থানায় ডেকে এনে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরের গুরুত্বপূর্ণ স্থানে চারটি চেকপোস্ট বসিয়ে শিশু-কিশোরদের সচেতন করতে এই উদ্যোগ হাতে নিয়েছি। দুদিনে যথেষ্ট সুফল পেয়েছি। শিশু-কিশোররা যেন কোন কিশোর অপরাধ না করেন সেজন্য তাদের পিতামাতাকে বুঝিয়ে দিয়েছি। তিনি আরও বলেন, শিশু-কিশোররা কোন ধরনের অপরাধে না জড়ায় সেজন্য এই ভিন্ন উদ্যোগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।