ঢাকা রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মরণোত্তর সম্মাননা পেলেন বীর মুক্তিযোদ্ধা ফয়েজুল কাইয়ূম খান

আদিত্য কামাল
মার্চ ২৮, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের মহান স্বাধীনতার ৫৩ বছর পূর্তি উপলক্ষে মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাষ্ট, রাশিয়ান হাউজ ইন ঢাকা ও বাংলাদেশ জাতীয় জাদুঘর যৌথ উদ্যোগে আয়োজন করেছে ‘স্বাধীনতা উৎসব ২০২৪’ ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকাস্থ রুশ ফেডারেশন দূতাবাসের রাষ্ট্রদূত মি: আলেকজান্ডার মনটেয়টেস্কি, জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব মো. কামরুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন রাশিয়ান হাউজ ইন ঢাকার পরিচালক মি. পাভেল দভয়চেনকভ। অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন শেখ হাবিবুর রহমান।  উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাষ্টের চেয়ারম্যান ড. আবুল  আজাদ।
অনুষ্ঠানে মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, ২৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ছিল।
২৪ মার্চ (রবিবার) সকাল ১১ টায় কবি সুফিয়া কামাল মিলনায়তন। বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ,ঢাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।